chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৭৭ কোটি টাকা ফেরত চেয়ে ই-অরেঞ্জের ৫শ গ্রাহকের রিট!

আইন-আদালত ডেস্ক : ৭৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতারণার শিকার ৫শ গ্রাহক।

আজ রবিবার (৩ এপ্রিল) গ্রাহকদের পক্ষে ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এ রিট আবেদন করেন। রিটে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এ ছাড়া গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) এ বিষয়ে শুনানির কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালে ই-অরেঞ্জের যাত্রা শুরু হয়। কিন্তু গত বছরে গ্রাহকদের ১১শ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর