chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টিপ নিয়ে উত্তাল দেশ, সংসদে সুবর্ণা মুস্তফার প্রশ্ন

ডেস্ক নিউজঃ হঠাৎ টিপ নিয়ে উত্তাল দেশের সামাজিক যোগাযোগ মাধ্যম। এক পক্ষ টিপ পরার পক্ষে, অন্য পক্ষ টিপ বিরোধিতায় ব্যস্ত। এবার এই টিপকাণ্ড নিয়ে প্রশ্ন তুললেন জনপ্রিয় অভিনেত্রী ও সংরক্ষিত নারী আসনের সদস্য সুবর্ণা মুস্তফা

রবিবার (২এপ্রিল) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সংসদে কথা বলেন এ সাংসদ নেত্রী।

সংসদে সুবর্ণা মুস্তফা বলেন, নারী সমাজের জন্য এটি অত্যন্ত ঘৃণিত একটি ঘটনা। দেশে বখাটেদের ইভটিজিংয়ের ঘটনা এখন অনেকটাই নিয়ন্ত্রিত। কিন্তু যখন দেশের আইন রক্ষাকারী কাউকে ইভটিজিংয়ের ভূমিকায় দেখা যায়, তখন তা সবার জন্য অত্যন্ত লজ্জাকর।

তিনি বলেন, বাংলাদেশের কোন সংবিধানে, কোন আইনে লেখা আছে যে, একজন নারী টিপ পরতে পারবেন না। এখানে হিন্দু-মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ এমনকি তিনি বিবাহিত না বিধবা, সেটা বিষয় নয়। একটি মেয়ে টিপ পরেছেন। তিনি একজন শিক্ষক। রিকশা থেকে নামার পর দায়িত্বরত পুলিশ অফিসার ইভটিজ করেছেন। প্রতিবাদ করায় তার সঙ্গে তুই-তোকারিও করা হয়েছে। অসম্মান করা হয়েছে।

সংরক্ষিত নারী আসনের এই সদস্য বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য,শনিবার রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি অভিযোগ করেন, টিপ পরায় পুলিশের পোশাক পরা একজন তাকে হেনস্তা করেছেন।

লতার অভিযোগ, তিনি প্রতিবাদ করায় পুলিশের ওই সদস্য মোটরসাইকেল চালিয়ে তার গায়ের ওপর উঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। সরে গিয়ে রক্ষা পেলেও আহত হন তিনি। ঘটনার আকস্মিকতায় তিনি পাশেই দায়িত্বরত ট্রাফিক পুলিশকে বিস্তারিত জানান।

নচ//ইহ