chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালদা নদীতে অভিযান: সাড়ে ৪ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে নৌ পুলিশের বিশেষ অভিযানে আরও সাড়ে ৪ হাজার ঘেরা জাল জব্দ করা হয়েছে।

আজ শনিবার (২ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত সাড়ে চার ঘন্টার টানা অভিযানে হালদা নদীর মোট ৬টি স্থান থেকে সাড়ে ৪ হাজার মিটার চরঘেরা ও ঘের জাল জব্দ করা হয়েছে।

সদরঘাট নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান তথ্যটি নিশ্চিত করে বলেন, হালদা নদীর মোহনা থেকে মদুনাঘাট ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হালদা নদীর উভয় পাড়ের কচুখাইন, ছায়ার চর, মদুনাঘাট পানি শোধনাগার এলাকাসহ মোট ৬টি জায়গা থেকে ৪ হাজার ৫০০ মিটার চরঘেরা ও ঘের জাল জব্দ করা হয়। এসময় প্রায় ৫০টি বাঁশ উঠিয়ে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, গেল মার্চ মাসে হালদা নদীতে নৌ পুলিশ মোট ৮টি অভিযান পরিচালনা করে। এতে জব্দ করা হয়েছে ৬৫ হাজার মিটারেরও বেশি অবৈধ জাল। বাঁশ ধ্বংস করা হয়েছে প্রায় ৮০ ফুটের মত। তাছাড়া এসব অভিযানে মোট ৩০টি বড়শি জব্দ করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর