chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বের সকল মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানালো বাইডেন

ডেস্ক নিউজ: মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে শুক্রবার বাইডেন দম্পতির পক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে হোয়াইট হাউস

শুক্রবার দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ফার্স্ট লেডি জিল এবং আমি যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র রমজানুল করিমের উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। -আনাদোলু এজেন্সি

শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআন থেকে আমরা সংযম ও সহমর্মিতার শিক্ষা নিয়ে নেবো। যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক ও গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাচ্ছি।

জো বাইডেন আরও বলেন, মুসলিম সম্প্রদায় নতুন প্রত্যাশায় শুরু করবেন সংযমের এ মাস। অনেকেই সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, কল্যাণ ও সুন্দর জীবন কামনা করবেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর