chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের আইটেম গানে সামান্থা

ডেস্ক নিউজ: পুষ্পা ছবিতে ঝড় তুলেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এবার আরও এক ছবির আইটেম গানে নাচতে যাবেন এ আভনেত্রী।

ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদনে বলা হয়েছে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমা অভিনয় করছেন সামান্থা। সিনেমাটির আইটেম গানেও নাচতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিচালক বিগনেশ শিবান নির্মিতব্য সিনেমাটিতে সামান্থা ছাড়াও আরও অভিনয় করছেন জয় সেতুপতি ও নয়নতারা। ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার কাহিনি। তবে গল্পে কমেডির আঁচও রয়েছে। বর্তমানে চেন্নাইয়ে সিনেমাটি দৃশ্যধারণের কাজ চলছে।

ননচ/চখ

এই বিভাগের আরও খবর