chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রমজান উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানালো ফখরুল

ডেস্ক নিউজ: সৌদিসহ বেশ কয়েকটি দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান। এ উপলক্ষে  বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুক্রবার (১ এপ্রিল) এক বাণীতে শুভেচ্ছা জানান তিনি।

‍তিনি বলেন,  পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুলের কাছে করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এ পবিত্র মাহে রমজানে আল্লাহর নৈকট্য লাভের আশায় একজন প্রকৃত মুমিন সারাদিন সবক্ষেত্রে সংযমী থাকেন।

রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুনাহগুলো দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।

বাণীতে আরও বলা হয়, অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। আমরা মোনাজাত করবো দেশ ও জাতির জন্য, জাতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র, মৌলিক অধিকার ফিরে পায়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর