chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সৌদি আরবে চাঁদ দেখা গেছে-কাল থেকে রোজা

ধর্ম ডেস্ক : শনিবার থেকে সৌদি আরবে পবিত্র রমজান শুরু হচ্ছে। দেশটির বিভিন্ন স্থানে আজ শুক্রবার (১ এপ্রিল) চাঁদ দেখা গেছে।

এছাড়া, মধ্যাপ্রাচ্যের অন্যান্য দেশেও কাল থেকে রোজা শুরু হবে। তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রুনাই, সিঙ্গাপুর ও অষ্ট্রেলিয়ায় শনিবার থেকে রোজা রাখবেন সেখানকার মুসল্লিরা।

নিউজ পাবলিকেশন হারামাইন শারিফাইন জানায়, সৌদি আরবের বেশ কয়েকটি স্থান থেকে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার পবিত্র রমজান শুরু হবে।

সৌদি আরব, আমিরাতে শনিবার রোজা শুরু হলেও মধ্যপ্রাচ্যের অনেক দেশে শুরু হবে রবিবার। ওমানের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে রোজা শুরু হবে রবিবার।

আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, জার্মানিসহ আরো কয়েকটি দেশেও শনিবার শুরু হচ্ছে রোজা।

এছাড়া বাংলাদেশে আগামীকাল শনিবার চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাতেও রবিবার থেকে রোজা শুরু হতে পারে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর