chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নকল ওষুধ ব্যবসা প্রসারে ব্যবসায়ীদেরও সম্পর্ক রয়েছে

চট্টলা ডেস্ক : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে নকল ওষুধের কালো ব্যাণিজ্য বিস্তার লাভ করেছে বলে অভিযোগ উঠেছে।

নকল ওষুধ ব্যবসা প্রসারের সাথে কিন্তু ওষুধ ব্যবসায়ীদেরও সম্পর্ক রয়েছে। অসাধু ব্যবসায়ীদের একটি চক্র এসব নকল ওষুধ বাজারে বিপণন করছেন। এদের কারণে দেশের সুস্থ সৎ ব্যবসায়ীদের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

দেশের গুরুত্বপূর্ণ এ সেবা শিল্পের সাথে একদিকে যেমন মানুষের জীবনের নিশ্চয়তা জড়িত আবার অন্যদিকে সংশ্লিষ্ট খাতের ভাবমূর্তিও জড়িত। সুতরাং ওষুধ শিল্পখাতের সংশ্লিষ্ট কেমিষ্ট ও ড্রাগিষ্ট সমাজকে এই বিষয়টি বিবেচনায় রেখে পথ চলতে হবে।

আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুরে পতেঙ্গা বোট ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) চট্টগ্রাম জেলার উদ্যোগে কেমিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সদস্যদের উদ্দ্যেশে বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, দেশে নকল ওষুধের বাজার প্রতিরোধে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

নকল ওষুধ বিপণনকারী অসাধু ব্যবসায়ীদেরকে আপনারা চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করুন। এদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে তথ্য দিন।

এই অসাধু চক্রের কর্মকান্ড বন্ধ না হলে দেশের ওষুধ শিল্পখাতের বিপর্যয় ও সরকারের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার শঙ্কা থেকে যাবে।

বিসিডিএস চট্টগ্রাম জেলার সভাপতি সমীর শিকদারের সভাপতিত্ব ও সহ সভাপতি আশীষ কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, বিসিডিএস কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মো শাহজালাল বাচ্চু।

এছাড়াও আবদুল হাই, মনির আহমেদ মনা, জাকের হোসেন রনি, খন্দকার মারুফ এলাহি, মো. আবদুর কাদের, সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি মো. নুরুল গণিসহ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর