chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মেক্সিকোতে ৬ মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ:মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি গাড়ি থেকে প্লাস্টিকে মোড়ানো ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

দেশটির প্রসিকিউটররা বলেছেন, গুয়েরেরো রাজ্যের চিলাপাতে একটি গাড়ির ভিতরে প্লাস্টিকের ব্যাগে দেহাবশেষ পাওয়া গেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

কয়েক বছর ধরে মেক্সিকোতে জনসমাগমস্থলে ফেলে রাখা বা সেতুতে ঝুলিয়ে রাখা বিকৃত মৃরদেহ উদ্ধারের ঘটনা বেড়ে গেছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে প্রায়ই ঘটছে সহিংসতার ঘটনা।

এর আগে গত ৬ জানুয়ারি মেক্সিকোর মধ্যাঞ্চলের জাকাতেকাস রাজ্যে ফেলে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। গতবছর জুনেও মাদক চোরকারবারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ১৮ জনের মরদেহ উদ্ধার হয় রাজ্যটিতে।

মআ/চখ

এই বিভাগের আরও খবর