chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অবৈধভাবে অনুপ্রবেশ: ভারতীয় নাগরিক আটক

বিভাগীয় ডেস্ক : বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে ৫৪ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলার রায়পুর বামনী এলাকা থেকে রাজেশ নামের এ ভারতীয় নাগরিক আটক করা হয়।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের একটি চা দোকানের সামনে মঙ্গলবার (২৯ মার্চ) মধ্যরাতে রাজেশ ঘোরাফেরা করছিলেন।

এসময় স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হলে তার পরিচয় জানতে চান। কিন্তু রাজেশ বাংলা ভাষা না বুঝে হিন্দিতে কথা বলেন। পরে রায়পুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ রাজেশকে আটক করে।

তথ্যটি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া। তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লক্ষ্মীপুরের রায়পুর বামনী এলাকা থেকে রাজেশকে (৫৪) আটক করা হয়।

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চার-পাঁচদিন আগে যশোর সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসেন বলে জানান। বলেন, ঘুরতে ঘুরতে তিনি লক্ষ্মীপুরের রায়পুরে চলে আসেন।

রাজেশ দিল্লির বাসিন্দা হলেও, কি কারণে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন সে বিষয়ে পরিষ্কার কোন ধারনা বা বাংলাদেশে প্রবেশের কোন কাগজপত্র দেখাতে না পারায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর