chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে ১০ দিনে ৯ বার বাড়ল জ্বালানির দাম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। গত ১০ দিনে দেশটিতে ৯ বার বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার মধ্যরাতেও পেট্রল ও ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৮০ পয়সা। গত ১০ দিনে প্রতি লিটারে মোট বেড়েছে ৫ রুপি ৬০ পয়সা।

বুধবার পুরোনো সমস্ত রেকর্ড ভেঙে কলকাতায় পেট্রোলের দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার বাড়ল আরও ৮৩ পয়সা। দীপাবলির সময় পেট্রোল ও ডিজেলের উৎপাদন শুল্ক কোমানোর পর দেশটিতে টানা ১৩৭ দিন তেলের দাম অপরিবর্তিত ছিল।

যদিও পাঁচ রাজ্যের ভোট শেষ হতেই ফের বাড়তে শুরু করেছে পেট্রোল, ডিজেলের দাম। তার পর থেকে প্রতিদিন নিয়ম করে তেলের দাম বাড়ছে। উল্লেখ্য, ২০২১ সালের শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানির দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তদের।

সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার কারণে প্রতি লিটার পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র সরকার। ফলে এক ধাক্কায় ভারতে পেট্রোল-ডিজেলের দাম অনেকটা কমে যায়।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর