chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৫ বছর পর ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ ২০১৭ সালের আগস্টে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ব্রাজিল। প্রায় পাঁচ বছর পর আবারও শীর্ষ স্থান দখল করে নিয়েছে ব্রাজিল।

বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রকাশিত হালনাগাদে দেখা যায়, ১৮৩২.৬৯ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছে ব্রাজিল। এবার বিশ্বকাপ বাছাইপর্বে একটি ম্যাচও হারেনি ব্রাজিল।

সর্বশেষ দুটি ম্যাচে প্রতিপক্ষের জালে এক হালি করে গোল দিয়েছে তারা। এতে ৯.২৭ রেটিং পয়েন্ট বেড়েছে। যার ফল র‌্যাংকিংয়ে প্রতিফলিত হলো। ফলে দীর্ঘদিন পর শীর্ষস্থান হারাতে হলো বেলজিয়ামকে। এই তালিকায় তিনে ফ্রান্স, চারে আর্জেন্টিনা ও পাঁচে ইংল্যান্ড। শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো যথাক্রমে- ইতালি, স্পেন, পর্তুগাল, মেক্সিকো ও নেদারল্যান্ডস।

এর মধ্যে ইতালি আসন্ন কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি। এদিকে, র‌্যাংকিংয়ে আরও দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। বর্তমানে লাল-সবুজ বাহিনীরা ১৮৮তম স্থানে অবস্থান করছে।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর