chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিক্রি হচ্ছে ছাড়পোকা এ্যালবামের ২৩৮ সিডি

করোনা ভাইরাসের প্রকোপে পড়া দেশের অসহায় ও কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে ছয় বছর পর ছাড়পোকা এ্যালবামের ২৩৮ সিডি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে এসেজ ব্যান্ড।

বুধবার(২৯এপ্রিল) এক ফেইসবুক পোস্টের মাধ্যমে জানান এসেজ ব্যান্ড ভোকাল জুনায়েদ ইভান।

সেখানে তিনি জানান, নিজেরদের প্রথম এ্যালবাম।  সবকিছু নিজের হাতে করা। অনেকে আমাদের থেকে জিজ্ঞেস করেছে ছাড়পোকা এ্যালবাম  কোথায় পাওয়া যাবে। আমরা বলেছি সব শেষ হয়ে গেছে।  কিন্ত দেশের এই দূর্যোগে আমাদের আবেগকে বিদায় দিয়ে দেশের পাশে দাঁড়াতে চাই।

এখানে ফেইসবুকের স্টেটাস এর লিংক হবে,,,,,

এ্যালবামটির দাম নির্ধারণ হয়েছে ৫০০টাকা। দেশের যেকোন প্রান্ত থেকে এ্যালবামটি কুরিয়া সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবে বলেও জানান জুনায়েদ ইভান।

উল্লেখ্য, এসেজ ব্যান্ডের যাত্রা ২০০৮ সালে।  প্রতিষ্ঠিত হয়। এরপর জুনায়েদ ইভানের ২৭ তম জন্মদিনে ছাড়পোকা এলবামের মোড়ক উন্মোচন হয়।

এর আগে, দেশে অসহায়দের পাশে দাঁড়াতে দেশের শীর্ষ ক্রিকেটার নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলে। যেটি ২০লাখ দামে বিক্রি হয় এবং সম্পুর্ণ অর্থ অসহায়ের সেবায় বিলিয়ে দেওয়া হয়।

এরপরে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান নিজের প্রথম এ্যালবাম নিলামে তুলে ৪লাখ টাকা বিক্রি করে যথাক্রমে গরীব, অসহায়দের পাশে এগিয়ে আসে।