chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ৭২

জাতীয় ডেস্কঃ সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ১২২ জনে।

বুধবার (৩০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮০ হাজার ৪২০ জন। গতকাল ৮ হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৯ শতাংশ।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে আট হাজার ৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় আট হাজার ৫০টি। নতুন মারা যাওয়া একজন পুরুষ ও আরেকজন নারী। তাঁদের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন ও আরেকজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। এর মধ্যে একজন রাজশাহীর ও আরেকজন খুলনার বাসিন্দা ও তাঁরা সরকারি হাসপাতালে মারা গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৪ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৮৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪৩ হাজার ৩৯২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ১০ হাজার ১০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৩ হাজার ৩৮২ জন।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর