chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে দেড় লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের দেড় লাখ টাকার জাল নোটসহ মো. জাকির (৪০) নামে সংঘবদ্ধ চক্রের সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) রাতে নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহমেদ পেয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি শাহী চাটগাঁ হোটেলে জাল নোট বিক্রির জন্য কতিপয় লোক অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশকে দেখে কৌশলে পালিয়ে যাওয়ার সময় জাকিরকে গ্রেফতার করা হয়।জাকিরকে তল্লাশি করে তার পরনে থাকা লুঙ্গির ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো ১ হাজার ও ৫০০ টাকার জাল টাকাগুলো উদ্ধার করা হয়।

এক প্রশ্নের উত্তরে সিএমপির এই কর্মকর্তা বলেন, জাকির আগে ঢাকার সদরঘাট এলাকায় হোটেলে চাকরি করতো। চাকরি সুবাধে তার সঙ্গে সাগর (৪৫) নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। উদ্ধার করা জাল টাকাগুলো সাগরের কাছে বিক্রির জন্য চাটগাঁ হোটেলে আনা হয়েছিল। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর