chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

ডেস্ক নিউজ: ৪০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এবার ১ হাজার ৯৬৩  জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

বুধবার (৩০ মার্চ) দুপুরে এই ফল প্রকাশিত হয়। পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ প্রার্থী। এরমধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০২১ সালের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জন পাস করেন।

এই বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এর মধ্যে সবচেয়ে বেশি ৮০০ জনকে নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। প্রশাসন ক্যাডারে নিয়োগ পাবে ২০০ জন, পুলিশের এএসপি পদে ৭২ জন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২৫ জনকে, কর ক্যাডারে ২৪, শুল্ক আবগারিতে ৩২ জনকে নিয়োগ দেয়া হবে।

নচ/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর