chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাংলাদেশে উন্নত ক্লাউড সেবা দিতে আগ্রহ হুয়াওয়ের

ডেস্ক নিউজ: বাংলাদেশে ডিজিটাল পাওয়ার সল্যুশন ও উন্নত ক্লাউড সেবা দিতে আগ্রহ প্রকাশ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যেতে চায় প্রতিষ্ঠানটি। এ জন্য সামনের দিনগুলোয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে হুয়াওয়ে

সোমবার(২৮ মার্চ) দুপুরে বিশ্বব্যাপী একযোগে ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফ্যাং বাংলাদেশে ডিজিটাল পাওয়ার সল্যুশন ও উন্নত ক্লাউড সেবা দেওয়ার ঘোষণা দিয়ে বলেন, ২৩ বছর ধরে হুয়াওয়ে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এই সময়ে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে অনেক এগিয়েছে এবং এই উত্তরণে সক্রিয় অংশ নিতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশের সামনে যে অমিত সম্ভাবনা সে ক্ষেত্রে ইনোভেশন, লোকালাইজেশন ও কলাবোরেশনের মাধ্যমে কাজ করে যেতে চাই আমরা।

বাংলাদেশের ময়মনসিংহ সোলার প্লান্টে হুয়াওয়ের স্মার্ট ফটোভোলটিক সল্যুশন ব্যবহার করা হয়েছে। এ বছর বাংলাদেশে এই খাতগুলোর আরও বেশি সহযোগী হয়ে উঠতে চায় হুয়াওয়ে।

নচ/চখ