chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

থাইল্যান্ডে ট্যাঙ্কারে বিস্ফোরণে নিহত ১

ডেস্ক নিউজ:থাইল্যান্ডে একটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণের  ফলে একজন প্রাণ হারিয়েছেন।

রোববার (২৭ মার্চ) ফ্রা সামুত চেদি জেলার চাও ফ্রায়া নদীতে তেলের ট্যাঙ্কারটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে একজন ক্রুর মৃত্যু হয় ও অন্য একজন আহত হন।

বুনউইপা উদ্ধারকারী দল জানায়, স্থানীয় সময় দুপুর ১টা ৫০মিনিটে আমপারা-৮ নামক ট্যাঙ্কারটি ব্যাংকক যাওয়ার পথে এ দুর্ঘটনারকবলে পড়ে।

বিস্ফোরণের পর এটির সামনের অংশে আগুন ধরে যায় ও আকাশের দিকে ধোঁয়া উড়তে থাকে। উদ্ধারকারী দল মৃত ও আহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছে। তাছাড়া ১৪ জনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর জাহাজের আগুন নেভাতে অগ্নিনির্বাপক নৌযান, দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

মআ/চখ

এই বিভাগের আরও খবর