chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনকে ভাগ করতে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ বলেছেন, পুরো দেশ দখলে নিতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া ইউক্রেনকে দুই ভাগে ভাগ করে একটি মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চল তৈরি করার চেষ্টা চালাচ্ছে।

রবিবার (২৭ মার্চ) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

সংস্থা প্রধান কিরিলো বুদানভকে এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া ইউক্রেনে উত্তর এবং দক্ষিণ কোরিয়া তৈরি করতে চাইছে। তিনি আরও বলেন, তার দেশ শিগগিরই রুশ-অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে। কিরিলো বুদানভকে বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রসঙ্গত, ইউক্রেনে রুশ অভিযানের এক মাস ৩ দিন হলো আজ। পশ্চিমাদের হুঁশিয়ারি, জাতিসংঘে নিন্দা প্রস্তাব, একের পর এক আর্থিক নিষেধাজ্ঞা কোনো কিছুরই তোয়াক্কা করছেন না ভ্লাদিমির পুতিন। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি পর্যন্ত দিয়েছে মস্কো। নানা কূটনৈতিক তৎপরতার পরও সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর