chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছয় দল নিয়ে হবে নারী আইপিএল

খেলাধুলা ডেস্ক : ছেলেদের আইপিএল চলাকালীন সময় ভারতের নারীদের নিয়ে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আয়োজন করে বিসিসিআই।

তবে আগামী বছর থেকে সেটি না করে আলাদা ভাবে ছয় দল নিয়ে নারী আইপিএল আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

গতকাল মুম্বাইয়ের বিসিসিআইয়ের পরিচালনা পরিষদের একটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী বছর ছয় দল নিয়ে নারী ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করা হবে।

বর্তমানে আইপিএলে যেসব ফ্র‍্যাঞ্চাইজি দল কিনেছে মেয়েদের আইপিএলে দল কেনার ব্যাপারে তাদেরকে বেশি প্রাধান্য দেয়া হবে। তবে তারা দল না কিনলে অন্যদের প্রস্তাব দেয়ার কথা জানানো হয়েছে।

নারীদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ এবারও যথা সময়ে আয়োজিত হবে। তবে আগামী বছর থেকে আলাদা সময়ে এই আসর আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

পরিচালনা পরিষদের এক সদস্য ক্রিক বাজকে জানিয়েছেন,’ছেলেদের আইপিএল চলার সময় এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে না। এই টুর্নামেন্টের খুঁটিনাটি বিষয় আগামী কিছু দিনে খুঁজে বের করা হবে। এরপর বার্ষিক সাধারণ সভায় এর অনুমোদন চাওয়া হবে।’

এর আগে নারী চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন সালমা খাতুন ও জাহানারা আল। তবে দল বাড়লে বাংলাদেশ থেকে নারীদের আইপিএলে ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

চখ/ইসমাইল/আর এস

এই বিভাগের আরও খবর