chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাধীনতা দিবসে শ্রদ্ধার ফুলে শহীদ মিনারে শ্রদ্ধা

চট্টলার ডেস্ক: মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ ত্রিশ লাখ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রামের সর্বস্তরের মানুষ।

শনিবার  (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারে চট্টগ্রাম জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের শ্রদ্ধা

 

প্রথমে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সিটি করপোরেশনের মেয়র মো.রেজাউল করিম চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর মহানগর আওয়ামী লীগ, মহানগর বিএনপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর ছাত্রলীগ ও ছাত্রদল, বাম সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নেতারা একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। ফুল দিতে আসে শিশু-কিশোর থেকে বিভিন্ন বয়সীর মানুষ।

এর আগে সকালে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে স্বাধীনতা্ দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন কুচকাওয়াজে সালাম গ্রহণ করে। এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানসহ প্রশাসনের উচ্চ পর্দস্থ কর্মকর্তারা অংশ নেন।

 

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর