chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেন সীমান্তে যাচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের একটি শহর পরিদর্শন করবেন। হোয়াইট হাউস বলেছে, তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমাদের দৃঢ় অবস্থান প্রদর্শন করবেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউরোপীয় কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ব্রাসেলস থেকে পোল্যান্ডে উড়াল দিয়েছেন জো বাইডেন। শুক্রবার (২৫ মার্চ) ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের রজেসজো শহরে যাচ্ছেন তিনি। খবর বিবিসির।

ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে রজেসজোতে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বাইডেনকে অভ্যর্থনা জানাবেন।

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে শুক্রবার পোল্যান্ড সফর করবেন বাইডেন। সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। তবে তিনি ইউক্রেনে যাবেন না।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর