chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে আরও ১০২ জনের দেহে মিলল করোনা ভাইরাস

জাতীয় ডেস্ক : সারাদেশে ২৪ ঘন্টায় আরও ১০২ জনের শরীরে মিলেছে মহামারী করোনা ভাইরাসের অস্তিত্ব। আগের দিন এ সংখ্যা ছিল ৯২ জন। সে হিসাবে আগের দিনের তুলনায় নতুন সংক্রমণ বেড়েছে ১০ জনের শরীরে।

কবে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আগের দিনের মতো আজও দেশের কোথাও কোনো রোগীর মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৮ অপরিবর্তিত থাকল।

২৪ ঘণ্টায় নতুন ১০২ জনসহ দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ১৭৪ জনে। শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ।

আজ শুক্রবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৬ হাজার ১৪৮ জন।

২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৩২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৯৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর