chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইন্টারনেট ব্যবসার জেরে মুক্তিযোদ্ধা খুন, গ্রেফতার আসামি

চট্টলার ডেস্ক:ইন্টারনেট ব্যবসার জের ধরে ঢাকার কেরানীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ হত্যা মামলার আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাব।

শুক্রবার (২৫ মার্চ) দুপুরে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২৪ মার্চ) বিকেল পাঁচটায় চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকা থেকে মিশালকে (২৮) গ্রেফতার করে র্যাব।

তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর মালিভিটা এলাকার বাসিন্দা হাসান আলীর ছেলে।

র্যাব জানায়, ২০২১ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যায়
একটি হাসপাতালের ইন্টারনেট ব্যবসা নিয়ে কয়েক জন বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শহীদুল্লাহ’র পেটে ও শরীরে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। গুরুতর অবস্থায় গত ২০ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী বাদী হয়ে ৬ জনের নাম ও অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা করে।

মিশালকে গ্রেফতারের পর র্যাব জানায়, নিহত মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ এর সঙ্গে আসামীদর দীর্ঘ দিন ধরে ডিস লাইনের বিল নিয় বিরোধ ছিল। এর আগেও আসামিরা শহীদুল্লাহ এবং তার ভাগ্নি-নাতিদের হুমকি দিতো। ঘটনার পর আসামি মিশেল আত্মগোপনে চলে যায়। এরপর থেকে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।

র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, ঘটনার দিন আসামিরা পরিকল্পনা অনুযায়ী ভুক্তভোগীর ওপর হামলা করে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর