chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চেন্নাইয়ের নতুন অধিনায়ক জাদেজা

খেলাধুলা ডেস্ক : আইপিএলের আসন্ন আসরের প্রথম ম্যাচে মাঠে নামার দু’দিন আগে অধিনায়কত্ব ছেড়ে দিলেন চেন্নাই সুপার কিংসে ১৪ বছর ধরে নের্তৃত্ব দেওয়া মহেন্দ্র সিং ধোনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিলেন সতীর্থ রবীন্দ্র জাদেজার হাতে। এক বিবৃতির মাধ্যমে বৃহস্পতিবার এ কথা জানিয়েছে চেন্নাই।

২০১২ সাল থেকে চেন্নাইয়ে রয়েছেন জাদেজা। মাঝে এক বার ধোনির অনুপস্থিতিতে সুরেশ রায়না চেন্নাইয়ে নেতৃত্ব দিয়েছিলেন। জাদেজা হলেন তৃতীয় ক্রিকেটার যিনি চেন্নাইকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন।

২০০৮-এ শুরু হয় আইপিএল। প্রথম বছর থেকেই চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। মাঝে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার কারণে দুই বছর আইপিএলে খেলতে পারেনি চেন্নাই। তখন পুণে সুপার জায়ান্টে খেলেছিলেন ধোনি। চেন্নাই আইপিএলে ফেরার পরে ফের তাকে অধিনায়ক করা হয়।

প্রত্যাবর্তনের পরে দুইবার আইপিএল জিতেছে চেন্নাই। গত বারও তারা ফাইনালে হারায় কলকাতা নাইট রাইডার্সকে।

প্রসঙ্গত, ২০১৪ সালে অস্ট্রেলিয়া সফরে আচমকাই টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন ধোনি। শুধু তাই নয়, টেস্ট ফরম্যাট থেকেই অবসর নিয়ে ফেলেছিলেন। ২০১৭ সালে এক দিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে যান।

২০২০ এর ১৫ অগস্ট স্বাধীনতা দিবসে সন্ধ্যা ৭.১৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। প্রশ্ন উঠেছিল, আইপিএল খেলা নিয়েও। তবে, ধোনি জানিয়ে দিয়েছিলেন, আইপিএলে খেলে যাবেন।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর