chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাশিয়ান মুদ্রায় গ্যাস বিক্রি হবে পশ্চিমাদের কাছে: পুতিন

ডেস্ক নিউজ:পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার (২৩ মার্চ) মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন। খবর বিবিসি।

পুতিন বলেন, আগে স্বাক্ষর করা চুক্তি অনুসরণ করে রাশিয়া অবশ্যই ভলিউম ও মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে। এই পরিবর্তন শুধু অর্থপ্রদানের মুদ্রার বিষয়ে হবে। মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল ব্যবহার করা হবে।

তিনি আরও বলেন, কীভাবে বিষয়টি কার্যকর করা যায়, সে বিষয়ে সমাধান বের করতে রুশ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এক সপ্তাহ সময় পাবে। গ্যাস জায়ান্ট গ্যাজপ্রমকে গ্যাস চুক্তিতে মুদ্রার বিষয়ে পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হবে।

ইউরোপের মোট গ্যাস সরবরাহের প্রায় ৪০ শতাংশই যোগান দেয় রাশিয়া। ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার তেল-গ্যাস ক্রয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা।

মআ/চখ

এই বিভাগের আরও খবর