chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাড্ডায় বিস্ফোরণে দগ্ধ গৃহকর্তার মৃত্যু

দগ্ধ স্ত্রী-সন্তানেরও অবস্থা আশংকাজনক

বিভাগীয় ডেস্ক : রাজধানীর বাড্ডা বেড়াইদে একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন পরিবারটির গৃহকর্তা।

তার নাম আবু সাইদ (৩৭)। আজ বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান তিনি। সাইদের শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

এছাড়াও, ৩০ শতাংশ দগ্ধ নিয়ে স্ত্রী আক্তার (৩৫), ১১ শতাংশ দগ্ধ নিয়ে মেয়ে সাফা (১০) ও ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ছেলে সাফিয়ান (৯) হাসপাতালে ভর্তি রয়েছে। তদের অবস্থাও আশঙ্কাজনক।

বিষয়টি নিশ্চিত করেন, ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন। এর আগে মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাত পৌনে চারটার দিকে বেরাইদ পূর্বপাড়ায় একটি তিন তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হন।

আবু সাইদের ভাতিজা মো. রাজিব জানান, তিন তলা বাড়িটি সাইদের নিজের। পরিবার নিয়ে তৃতীয় তলাতে থাকতেন। রাতে তারা ঘুমিয়েছিলেন। তখনই হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি জানান, কাপ্তান বাজারে সাইদের মাংসের দোকান রয়েছে। আর তার স্ত্রী গৃহিণী।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর