chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৯ বছরের কারাদণ্ড নাভালনির

ডেস্ক নিউজ: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ও দেশটির বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ) রাশিয়ার একটি আদালত তাকে এ রায় দেন।

সম্পত্তি চুরির বিষয়ে জালিয়াতি এবং আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে  এ দন্ড দেওয়া হয়।

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে নাভালনিকে কারাগারে আটক রাখা হয়েছে।

রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যেমের এক পোস্টে নাভালনি বলেছেন, ‘পুতিন সত্যকে ভয় পান, আমি সবসময় এটি বলেছি। সেন্সরশিপের বিরুদ্ধে লড়াই করা, রাশিয়ার জনগণের কাছে সত্য প্রচার করা সবসময় আমাদের অগ্রাধিকার ছিল।’

বিচারপতি মার্গারিটা কোতোভা বলেছেন, ‘নাভালনি প্রতারণা করেছেন — একটি সংগঠিত গোষ্ঠীর মাধ্যমে সম্পত্তি চুরি করেছেন।’ নাভালনিকে আদালত অবমাননার অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে আদালত।

মআ/চখ

এই বিভাগের আরও খবর