chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে আটকে থাকা ২৩ নারী-শিশু দেশে ফিরল

চট্টলা ডেস্ক : অবৈধ পথে ভারত গিয়ে তিন বছর কারাভোগ শেষে ২৩ নারী-শিশুকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আজ মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশনে হস্তান্তর করেছে।

পাচার হয়ে যাওয়া এসব নারী শিশুদের সাজার মেয়াদ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়।

ফেরত আসা নারী-শিশুদের মধ্যে ১৪ জন নারী ও ৯ জন শিশু রয়েছে। তাদের বয়স ৩ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের বাড়ি খুলনা, নড়াইল,যশোর, বাগেরহাট, পাবনা, নোয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

ভুক্তভোগীরা জানান, বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেছেন তারা। পরে বেনাপোল পোর্ট থানা থেকে তিনটি এনজিও সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য যশোর শেল্টার হোমে নিয়ে যায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত মোট ১৩৯ জনকে এ প্রক্রিয়ায় ফেরত আনা হয়েছে। এর আগেও চার দফায় আটকে পড়া বাংলাদেশিদেরকে ফেরত আনা হয়। আটক বাংলাদেশিদের ফেরত আনার এই প্রক্রিয়া চলমান থাকবে।

এ বিষয়ে বাংলাদেশের উপহাইকমিশন কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) শামীমা ইয়াসমিন বলেছেন, বিভিন্ন কারণে ভারতে এসে যেসব বাংলাদেশিরা বিপদগ্রস্ত হচ্ছেন। আন্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর