chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুতিনের ‘পিঠ দেয়ালে ঠেকে গেছে’ : বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিঠ দেয়ালে ঠেকে গেছে। যে কারণে ইউক্রেনের বিরুদ্ধে তার রাসায়নিক বা জীবাণু অস্ত্রের ব্যবহারের সম্ভাবনা বেড়েছে।

সোমবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ব্যবসায়িক নেতাদের এক সম্মেলনে বাইডেন বলেছেন, তাঁর বিশ্বাস, রাশিয়া নতুন কোনও সাজানো অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এসময় পুতিনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা বাড়ছে বলেও সতর্ক করেছেন তিনি।

বাইডেন আরও বলেন, ‘তারা (রাশিয়া) এও বলছে, ইউক্রেনে রাসায়নিক অস্ত্র আছে। এ থেকেই পরিষ্কার যে, তিনি (পুতিন) দুই অস্ত্রই ব্যবহারের চিন্তা করছেন’।

রাশিয়ার অত্যাধুনিক সাইবার ক্ষমতা রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘বিষয়টি হলো তাঁর (পুতিন) সেই সক্ষমতা রয়েছে। তিনি এখনও এটি ব্যবহার না করলেও হাতে রেখে দিয়েছেন।’

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রাশিয়াকে সতর্ক করে বলেছেন, ইউক্রেনে রাসায়নিক বা জীবাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে চরম পরিণতি ভোগ করতে হবে।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর