chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চবিতে ছাত্রকে মারধরের প্রতিবাদে মূল ফটকে তালা

নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মূল ফটকে তালা দিয়েছে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মূল ফটক বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের থেকে শহরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শিক্ষকদের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় টায়ার জ্বালিয়ে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, সিএনজি চালকরা প্রায় সময় ভাড়া নিয়ে খারাপ আচরণ করে। বিশ্ববিদ্যালয়ের বরাবর অভিযোগ দিলেও প্রশাসন ব্যবস্থা নেয়নি।আজকেও জিরো পয়েন্ট আমাদের এক শিক্ষার্থীকে মারধর করে। এর প্রতিবাদে মূল ফটককে তালা দিয়েছি বিক্ষোভ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. আহসানুল কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলার প্রতিবাদে ছাত্ররা মূল ফটকে তালা দিয়েছে। কিছুটা ভুল বুঝাবুঝি ছিল। আমরা কথা বলেছি। বিষয়টি সমাধান হয়ে গেছে।

এই বিভাগের আরও খবর