chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে অধিগ্রহণ-কৃত ভূমির ক্ষতিপূরণে চেক বিতরন

চট্টলা ডেস্কঃ সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতকরণে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান এর নির্দেশে অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে অধিগ্রহণ-কৃত ভূমির ক্ষতিপূরণ সরাসরি ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দিতে চেক বিতরন কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ মঙ্গলবার (২২ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রস বর্ডার, মিরসরাই ইকোনমিক জোন, চায়না ইকোনমিক জোন-২ আনোয়ারা, আনোয়ারা- বাঁশখালী গ্যাস সঞ্চালন পাইপ লাইন, বিদ্যুৎ প্রকল্প, দোহাজারী হতে রামু হয়ে মায়ানমারের গুনদুম পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্প, এসপিএম ও বারৈয়ারহাট-হেঁয়াকো সড়ক সম্প্রসারণ প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘ক্ষতিগ্রস্থ পরিবার দালালের খপ্পরে পড়ে যাতে কোন রকম হয়রানি না হয়ে ক্ষতিপূরণ নিতে পারেন সে জন্য আমরা ইতোপূর্বেও এ সম্মেলন কক্ষে এল.এ চেক বিতরণ করেছি । যাতে অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি সরাসরি আমাদের কাছে তাঁর সমস্যার কথা বলতে পারেন’।

তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবার জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এল. এ শাখায় সরাসরি যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ে হয়রানিমুক্তভাবে ক্ষতিপূরণ পাবেন। হয়রানিমুক্তভাবে সেবা প্রদানের লক্ষ্যে জেলা প্রশাসকের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মধ্যে জমির ক্ষতিপূরণ তাঁদের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতোপূর্বেও জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয় ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। আজও একই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্থ মোট ৫১ জন ব্যক্তির মধ্যে সর্বমোট ১১,৬৩,১৮,৬৭৩.৩৮/- (এগার কোটি তেষট্টি লক্ষ আটার হাজার ছয়শত তিয়াত্তর টাকা আটত্রিশ পয়সা) টাকার ক্ষতিপূরণের এল.এ চেক বিতরণ করা হয়।

সিশা/চখ