chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু উদ্বোধন তুরস্কের

ডেস্ক নিউজ: পুরো বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু উদ্বোধন করলেন  তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর মধ্য দিয়ে তুরস্কের এশিয়া প্রান্ত থেকে ইউরোপে যেতে সময় লাগবে মাত্র ৬ মিনিট।

শুক্রবার (১৮ মার্চ) তুরস্কের অন্যতম মেগাপ্রকল্প ‘১৯১৫ চানাক্কালে সেতু’ ও ‘মালকারা-চানাক্কালে হাইওয়ের’ উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট।

এসময় এরদোয়ান বলেন, সেতুটি তৈরি করতে ২.৫ বিলিয়ন ইউরো ব্যয় হয়েছে। এ প্রকল্পটি আমাদের অর্থনীতিতে ৫.৩ বিলিয়ন ইউরো (৫.৮ বিলিয়ন ডলার) উৎপাদনে, ১১৮ হাজার মানুষের কর্মসংস্থানে ২.৪ বিলিয়ন ইউরো জাতীয় আয়ে অবদান রাখবে। বিশ্বের ১৩৪টি দেশ সেতুর মডেলটি ব্যবহার করেছিল। পাবলিক-প্রাইভেট কো-অপারেশন মডেল পারফরম্যান্সের দিক থেকে আমরা (তুরস্ক) ইউরোপে তৃতীয় ও বিশ্বে ১৩তম স্থানে আছি।

জানা যায় , ১৯১৫ সালের চানাক্কালে সেতুটি পুনর্র্নিমাণে ২ হাজার ৮০০ কোটি ডলার ব্যয় হয়েছে। তুরস্ক ও দক্ষিণ কোরিয়া সেতুটি নির্মাণ করে, যেটির টাওয়ারগুলোর মধ্যকার দূরত্ব ২.০২৩ কিলোমিটার। তুরস্কের পতাকার সঙ্গে মিল রেখে একে লাল ও সাদা রঙে রাঙানো হয়েছে।

এর আগে বিশ্বের দীর্ঘতম ছিল জাপানের আকাশি কাইকিয়ো সেতু।

নচ/চখ

এই বিভাগের আরও খবর