chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নাসিরাবাদে র‌্যাবের অভিযানে আটক দুই প্রতারক

নিজস্ব প্রতিবেদক : সাধারণ মানুষকে বোকা বানিয়ে ভয়ভীতি প্রদর্শণ করে অর্থ হাতানোর লক্ষ্যে কখনো র‌্যাবের মেজর আবার কখনো কখানো পরিচয় বহণ করে পুলিশ প্রধান (আইজিপি)র ভাই হিসেবে। সত্যিকার পরিচয় দুজনই প্রতারক

আর কথিত মেজর ও আইজিপির ভাই পরিচয়ধারী এ দুই প্রতারক ফেঁসে গেলেন র‌্যাবের জালে। রবিবার (২০ মার্চ) রাতে নগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকা থেকে দুই প্রতারককে গ্রেফতার করে র‌্যাবের কৌশলী টিম।

গ্রেফতার দুজন হলেন, নগরীর হালিশহর থানা এলাকা এবং বোয়ালখালী উপজেলার বাসিন্দা মো. মিনহাজ (৩৮) ও মো. আবু বশর (৫৫)।

আজ সোমবার (২১ মার্চ) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

তিনি জানান, র‌্যাবের কথিত মেজর ও আইজিপির ভাই পরিচয় ব্যবহার করে হুমকি দিয়ে এ দুই প্রতারক সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাত করছে এমন তথ্য জানতে পারি গণমাধ্যমের খবরে।

এতে র‌্যাব ও পুলিশ বাহিনীর প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে। রবিবার রাতে প্রতারক চক্রটির দুই সদস্যের অবস্থাn নিশ্চিত হওয়ার পর নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করে নিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র‌্যাবের এ কর্মকর্তা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর