chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রতি ঘনমিটার গ্যাসে ৩ টাকা ১১ পয়সা বাড়ছে!

ডেস্ক নিউজ: দেশে আরও গ্যাসের দাম বাড়ছে। প্রতি ঘনমিটারে গ্যাসের দাম ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণের সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি (মূল্যায়ন) কমিটি।

সোমবার (২১ মার্চ) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের প্রেক্ষিতে গণশুনানিতে পেট্রোবাংলার প্রস্তাবে এ সুপারিশ করা হয়।

শুনানিতে প্রতি ঘনমিটারে গ্যাসের দাম ৩ টাকা ১১ পয়সা বাড়িয়ে ১২ টাকা ৪৭ পয়সা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়।

এ ছাড়া পেট্রোবাংলা গ্যাসের ঘনমিটার প্রতি ১৫ টাকা ৩০ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর