chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কবিতা দিবস

ডেস্ক নিউজ: ১৯৯৯ সালে ইউনেস্কো বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা ও প্রকাশনাকে উৎসাহিত করার লক্ষ্যে একদিন বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করা হয়। আজ বিশ্ব কবিতা দিবস।

জানাগেছে,  আগে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হতো। প্রথম দিকে কখনো কখনো ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়। তবে ইউনেস্কো ২০০০ সালের ২১ মার্চকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষাণা দিয়েছে। বিশ্বের অধিকাংশ দেশ এই দিনেই দিবসটি পালন করে থাকে।

বিশ্ব কবিতা দিবস পালনের উদ্দেশ্য হল কবিদের সম্মান জানানো, কবিতা আবৃত্তির ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা , কবিতা পড়া , কবিতা লেখা ও শিক্ষার প্রচার , নাট্য , নৃত্য , সংগীত ও চিত্রকলার মতো অন্যান্য শিল্পের সঙ্গে কবিতার সমন্বয়কে উৎসাহ দেয়া এবং কবিতাকে বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় করে তোলা ইত্যাদি । তবে, যে দিনই হোক না কেন , কবিতা তার যোগ্য গুরুত্ব পাক এবং সারা বিশ্বে আরও জোরদার হোক কবিতা চর্চা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর