chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাইডেন যাচ্ছেন পোল্যান্ড সফরে

ডেস্ক নিউজ: ন্যাটো ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৈঠকের পর পোল্যান্ড সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (২৫ মার্চ) এ সফরে যাচ্ছেন তিনি। হোয়াট হাউজের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, বাইডেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজের সঙ্গে ওয়ারশায় বৈঠক করবেন। এসময় তারা শরণার্থী ইস্যুতে আলোচনা করবেন।

হোয়াট হাউজ জানায়, মার্কিন প্রেসিডেন্ট, মিত্র ও অংশীদাররা কীভাবে মানবিক সংকট মোকাবিলা করা যায় সে ব্যাপারে আলোচনা করবেন। ইউক্রেনের রাশিয়ার হামলার পরই সেখানে মানবাধিকারের সংকট দেখা দেয়।

তাছাড়া সোমবার (২১ মার্চ) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ওলাফ শলসৎ, ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে ফোনে কথা বলার কথা রয়েছে বাইডেনের।

বুধবার (২৩ মার্চ) তিনি ব্রাসেলসে যাবেন। এরপর সেখানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি জি-৭ এর সঙ্গেও বৈঠক করবেন তিনি।

মআ/চখ

 

এই বিভাগের আরও খবর