chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তেল কিনতে লাইনে দাঁড়িয়ে প্রাণ গেল দুজনের

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় চলছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। মুদ্রাস্ফীতি রেকর্ড ছুঁয়েছে। জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়া। আজ রবিবার (২০ মার্চ) তেল কেনার জন্য লাইনে দাঁড়িয়ে পৃথকস্থানে দুই ব্যক্তি মারা গেছেন। রয়টার্স

দেশটির রাজধানী কলম্বো পুলিশের মুখপাত্র নালিন থালডুয়া বলেন, দেশের দুই জায়গায় ৭০ বছর বয়সী দুই ব্যক্তি পেট্রোল ও তেল কেনার জন্য অপেক্ষা করার সময় মারা গেছেন।

থালডুয়া বলেন, মারা যাওয়া ৭০ বছর বয়সী একজন ডায়াবেটিস ও হার্টের রোগী ছিলেন। অপরজন ছিলেন ৭২ বছর বয়সী। তারা দুইজনই তেলের জন্য প্রায় এক ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করছিলেন।

জানা গেছে, দেশটিতে এখন জ্বালানি সংকট তুঙ্গে। একই সঙ্গে দেশটি বিদ্যুতহীন হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির মানুষ বিভিন্ন পাম্পে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকছে। সূত্র : রয়টার্স

চখ/আর এস

এই বিভাগের আরও খবর