chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রযোজনায় আর থাকছেন না আনুশকা

বিনোদন ডেস্কঃ অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লিখিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। তবে হুট করেই নিজের প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ থেকে সরে দাঁড়ালেন তিনি।

গতকাল শনিবার (১৯ মার্চ) সামাজিক যোগযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জানালেন, ‘এখন থেকে প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মসের দায়িত্বে থাকবেন তার ভাই কর্নেশ শর্মা’।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম আনুশকা লেখেন, ‘আমি এখন এক সন্তানের মা। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সে কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম। এখন থেকে এর দায়িত্ব থাকছেন আমার ভাই কর্নেশ।’

প্রসঙ্গত, ২০১৩ সালে আনুশকা এবং তার ভাই কর্নেশের হাত ধরে যাত্রা শুরু হয় ক্লিন স্লেট ফিল্মস’-এর। ‘এনএইচ১০’, ‘পরী’, নেটফ্লিক্সে ‘বুলবুল’ এবং অ্যামাজন প্রাইম ভিডিও-তে ‘পাতাললোক’-এর মতো বেশ কিছু প্রশংসিত ছবি মুক্তি পেয়েছে। সংস্থার আসন্ন প্রোজেক্ট ‘মাই’ এবং নেটফ্লিক্স ফিল্ম ‘কোয়ালা’।
সিশা/চখ

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.