chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হালিশহরে আগুনে পুড়ল এক বস্তির ২০ বসতঘর

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পোল এলাকায় একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার (২০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বড়পোলের মুন্নাপাড়া বস্তিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুই ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এর আগেই আগুনে বস্তিটির অন্তত ২০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়অর সার্ভিস। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে বস্তিটির কোন একটি বসতঘরের রান্নাঘর থেকেই আগুনে সূত্রপাত হয়েছে। আগুনে আট জন মালিকের ২০টি কাঁচা বসতঘর পুড়ে অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর