chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি(ভিডিওসহ)

ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জের কয়লাঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজের ধাক্কায় ৩০-৪০ জন যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনা ঘটেছে।

রোববার (২০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। লঞ্চটিতে অর্ধশতাধিক যাত্রী ছিল। বেশির ভাগই ছিল শিক্ষার্থী। তাদের মধ্যে ১৫-২০ জনের মতো সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৫০-৭০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল এমভি আশরাফ উদ্দিন লঞ্চটি। পথে এমভি রূপসী-৯ নামের একটি কার্গোবাহী জাহাজ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়। এ সময় ১৫ থেকে ২০ জন যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনো পর্যন্ত কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

বিস্তারিত আসছে…

সিশা/নচ/চখ

এই বিভাগের আরও খবর