chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্দরে জাহাজ ডুবি: এখনও নিখোঁজ ৪ নাবিক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বালুবাহী বার্জের ধাক্কায় লাইটারেজ জাহাজ ডুবে নিখোঁজ চার নাবিককে এখনও খোঁজ মেলেনি। এখন পর্যন্ত আটজন নাবিককে উদ্ধারের কথা জানিয়েছে কোস্ট গোর্ডের সদস্যরা।

রোববার (২০ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ উদ্ধারের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোস্টগার্ডের সব স্টেশনের কর্মকর্তাদের সাঙ্গু নদীরে পয়েন্ট থেকে শুরু করে কুতুবদিয়া পয়েন্ট পর্যন্ত প্রস্তুত থাকতে বলা হয়েছে। উদ্ধার অভিযানের জন্য জাহাজ, ডুবুরিসহ বোট কাজ করছে। নিখোঁজদের উদ্ধারে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। সর্বশেষ একজনকে সাঙ্গু নদীর পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য,  শুক্রবার (১৮ মার্চ) দিবাগত সাড়ে তিনটায় পতেঙ্গার পারকি বিচ সংলগ্ন দুর্ঘটনায় এমভি টিটু-১৪ নামে লাইটারেজ জাহাজটি ডুবে যায়। আবুল খায়েরর কোম্পানির ওই জাহাজে সিমেন্টে কাঁচামাল ছিলে বলে কোস্টগার্ড জানিয়েছিল। ওই জাহাজে ১৩ জন নাবিক ছিলেন।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর