chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারী থেকে এক জঙ্গি সদস্য আটকের দাবি র‌্যাবের!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে র‌্যাব কর্মকর্তারা দাবি করছেন শুক্রবার (১৮ মার্চ) রাতে উগ্রবাদী বিভিন্ন বই ও প্রচারপত্রসহ তাকে আটক করা হয়েছে।

আটক এ জঙ্গি সদস্যের নাম মো. ওমর ফারুক। বয়স ২২ বছর। সে হাটহাজারী উপজেলার তৈয়বিয়া পাড়া এলাকার জানে আলমের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার নুরুল আবছার। তিনি বলেন, আটক হওয়া ওমর ফারুক আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।

শুক্রবার গোপন সোর্সের খবরে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে র‌্যাব এর টিম। এসময় তার কাছ থেকে উগ্রবাদ প্রচার করে এমন তথ্যসম্বলিত ১০টি বই ও ৫৩টি প্রচারপত্র উদ্ধারের পাশাপাশি ওমর ফারুক নামে এ জঙ্গি সদস্যকে আটক করা হয়।

গ্রেফতারের পর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ওমর ফারুককে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর