chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড়ে পথ হারানো ১৭ পর্যটককে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বেড়াতে এসে পাহাড়ের গহীন অরন্যের পথ হারিয়ে ফেলা অন্তত ১৭ জন পর্যটককে উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার মধ্যরাত দেড়টার সময় স্থানীয়দের সহায়তায় উপজেলার পন্থিছিলা এলাকায় গভীর পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা যায়, সীতাকুণ্ডের পন্হিছিলা এলাকায় পাহাড়ে ঝরনা দেখতে ১৭ জনের একটি দল আসেন। তারা নাইট ক্যাম্পিং এর নামে পাহাড়ে তাবু টাঙিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। এর মধ্যে চারজন পাহাড়ে ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন।

তারা বাকিদের খুঁজে না পেয়ে বিপদে পড়ে যান। এসময় ওই চারজন হারিয়ে যাওয়ার বিষয়টি ৯৯৯ নাম্বারে কল দিয়ে সাহায্য চান। এরপর ৯৯৯ কল সেন্টার থেকে বিষয়টি সীতাকুণ্ড থানাকে অবহিত করা হলে গভীর রাতে দুর্গম পাহাড় থেকে স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, অন্য জেলা থেকে বেড়াতে আসা পর্যটকের একটি দল রাতে পাহাড়ে গিয়ে পথ হারিয়ে ফেলে।

তিনি বলেন, সাধারণত রাতে ওই এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়। আমরা খবর পেয়ে তাদের নিরাপদে নিয়ে আসা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর