chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইসরায়েলে করোনার নতুন ধরন

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে দুই ব্যক্তির দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর দিয়ে আসা দুই যাত্রীর দেহে নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে এই ভ্যারিয়েন্ট নিয়ে এখনো উদ্বেগের কিছু দেখা যায়নি। ওমিক্রনের দুটি সাব-ভ্যারিয়েন্ট মিলে নতুন এই ভ্যারিয়েন্টটি তৈরি হয়েছে।

এসংক্রান্ত বিবৃতিতে আরো বলা হয়, যাদের দেহে নতুন ধরনটি শনাক্ত হয়েছে, তাদের হালকা জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশির দুর্বলতা ছিল।

সিশা/চখ