chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি বিএনপির

রাজনীতি ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পদত্যাগ দাবি করেছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই পদত্যাগ দাবির বিষয়টি উত্থাপন করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের একজন মন্ত্রী (অর্থমন্ত্রী) হিসেবে ভুয়া তথ্য দেওয়াকে অপরাধমূলক কাজ বলে মনে করা হয়। এ ধরনের দায়িত্বশীল পদে থেকে জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হওয়ার প্রচেষ্টার দায়ে বিএনপি তার পদত্যাগ দাবি করে।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দুর্নীতি ও ব্যর্থতার জন্য এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভিন্নমত পোষণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় ব্যক্তিদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তির প্রচেষ্টার নিন্দা জানানো হয়। একইসঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা বাতিল করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার দাবি জানানো হয়।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর