chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রাম জেলা প্রশাসনের সাতদিন ব্যাপী মুক্তি উৎসব

চট্টলার ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সাতদিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে ৫ টায় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান মেলার উদ্বোধন করবেন।

এর আগে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে এম এ আজিজ জিমনেশিয়াম মাঠে  র‌্যালি অনুষ্ঠিত হবে। আগামী

২৩ মার্চ সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে মেলা শষে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম রেঞ্জের ডিআেইজি মো. আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রশিদুল হক, বাংলাদশে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বাংলাদশে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের (ভারপ্রাপ্ত) কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরোয়ার কামাল।

সাতদিন ব্যাপি মেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা, বিদ্যালয়ের  শিক্ষার্থীর নিয়ে বিষয়ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আলোচনা, বঙ্গবন্ধু, মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার অনুষ্ঠিত হবে।

আরকে/নচ/চখ

এই বিভাগের আরও খবর