chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনাঃ আজও সারাদেশ মৃত্যুশূন্য

জাতীয় ডেস্কঃ সারাদেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে আজও কেউ মারা যায় নি। এ নিয়ে দুইদিন ভাইরাসটিতে কারো মৃত্যু হয়নি।

বুধবার (১৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর মোট সংখ্যা ২৯ হাজার ১১২ জনেই রয়েছে। তবে গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৮২ জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ৭৫ শতাংশ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।

২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ১৭৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৬ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৪৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২৭৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন চার লাখ ৪২ হাজার ৯৪২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ছয় হাজার ৯৫৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৫ হাজার ৯৮৮ জন।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর