chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মা হবেন ভারতী

ডেস্ক নিউজ: মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় নারী কমেডিয়ান ভারতী সিং।  আড়াই মাস ধরে অন্তঃসত্ত্বা হয়ে ও শারীরিক কোনো পরিবর্তন টের পাননি এ ‘কমেডি কুইন’।

ভারতী সংবাদমাধ্যমকে  জানান ‘দিব্যি খাচ্ছিলাম-দাচ্ছিলাম, কাজকর্ম করছিলাম, সেটে যাচ্ছিলাম— সবই হিসাব মতো চলছিল। তার পরে কী মনে হলো, পরীক্ষা করাতে গেলাম। দেখলাম আড়াই মাস ধরে অন্তঃসত্ত্বা’।

সম্প্রতি ভারতী এবং তার বর হার্ষ লিম্বাচিয়া সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা মা-বাবা হতে চলেছেন। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই এক সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন ভারতী। নিজের ওজন নিয়ে এর আগেও রসিকতা করতে দেখা গেছে ভারতীকে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ভারতী জানিয়েছেন, এই সময়ে তারা ভেবেছিলেন সন্তানের কথা। ভেবেছিলেন, এখনই বাবা-মা হয়ে যাওয়ার সেরা সময়। কিন্তু সেই সময় যে এমন অপ্রত্যাশিতভাবে এসে যাবে, শুধু তাই নয়, সময় এসে যাওয়ার খবর যে তারা এত দেরিতে পাবেন, সেটি বোধহয় ভাবেননি এই দম্পতি।

নচ/চখ

 

এই বিভাগের আরও খবর