chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মোমেনের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু

ডেস্ক নিউজ: সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক শুরু হয়েছে

মোমেন-ফয়সালের বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে। বৈঠকের পর দুদেশের মধ্যে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া সৌদি পররাষ্ট্রমন্ত্রী কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর ভার্চুয়ালি স্থাপন করবেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

নচ/চখ

এই বিভাগের আরও খবর